ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব চুরি করতে গিয়ে গাছের মালিকের হাতে ধরা পড়ায় দুই যুবকের হামলায় নিহত হয়েছেন মোয়াজ্জেম শিকদার (৬০)। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দিগনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
গ্রেপ্তাররা হলেন—দিগনগর গ্রামের তারা ফকিরের ছেলে মুন্না ফকির (২০) এবং মৃত আসলাম ফকিরের ছেলে হাসিব ফকির (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে মুন্না ও হাসিব মোয়াজ্জেম শিকদারের বাড়িতে ডাব চুরি করতে ঢোকে। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলেন। তখন তারা দুজন মিলে মোয়াজ্জেমকে কিল-ঘুষি ও ধাক্কা দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত ৯টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, স্থানীয়দের সহায়তায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন