শিক্ষা ডেস্ক,
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে কর্মরত শরীরচর্চা শিক্ষকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভান্ডার (ডাটাবেস) তৈরির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উদ্দেশ্যে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত গুগল ফরমে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব অধিভুক্ত কলেজের অধ্যক্ষদেরকে তাদের প্রতিষ্ঠানে কর্মরত শরীরচর্চা শিক্ষকদের তথ্য সংগ্রহ করে উক্ত ফরমে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পাঠালে পরবর্তী প্রশাসনিক কার্যক্রমে অসুবিধা হতে পারে। তাই প্রতিটি কলেজ কর্তৃপক্ষকে দ্রুততার সাথে এই কাজ সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
👉 তথ্য জমা দেওয়ার লিংক: https://forms.gle/L72b7mSmaA1Mfdu3A
মন্তব্য করুন