ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে অভিমানে নিজের শরীরে আগুন দিয়ে ঝর্ণা বেগম (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পিঞ্জুরী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
ঝর্ণা বেগম ওই গ্রামের আমেরিকা প্রবাসী হাফেজ সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। বড় ছেলে হাফেজ সাকিব তালুকদার (১৮) মায়ের সঙ্গে বাড়িতেই থাকতেন, আর ছোট ছেলে ইউসুফ তালুকদার (১০) বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামের একটি মাদরাসায় পড়াশোনা করছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন ঝর্ণা বেগমের স্বামী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মোবাইলে ঝগড়া হতো। ঘটনার দিন সকালেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অভিমানে ঝর্ণা বেগম নিজ ঘরের দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী শাওন বলেন, “হঠাৎ কাকির রুম থেকে ধোঁয়া বের হতে দেখি। জানালার কাচ ভেঙে দেখি ঘরে শুধু ধোঁয়া আর মাংস পোড়ার গন্ধ। পরে সবাই মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি, তিনি সম্পূর্ণ দগ্ধ হয়ে পড়ে আছেন।”
ঝর্ণা বেগমের ছেলে হাফেজ সাকিব তালুকদার জানান, “বাবা ১০ বছর ধরে আমেরিকায় আছেন। গত বছর সর্বশেষ দেশে এসেছিলেন। আমাদেরও আমেরিকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। পাসপোর্ট বাবা সঙ্গে নিয়েছেন। আমি ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছি। শেষ হলেই আমাদের যাওয়ার কথা ছিল। কিন্তু মা কেন এমন করলো, বুঝতে পারছি না।”
স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার বলেন, “ঝর্ণা বেগম এলাকায় অত্যন্ত সহযোগিতাপরায়ণ ছিলেন। পুরো পরিবারটি সবার কাছে প্রিয়। এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
ওসি খন্দকার হাফিজুর রহমান আরও বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে এবং চেহারা বিকৃত হয়ে গেছে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি। ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন