ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
গোপালগঞ্জের কোটালীপাড়ায় তিন বছরের শিশু আয়ান অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. আমিনুল ইসলাম বাপ্পী (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন নাটোর জেলার লালপুর উপজেলার ধুপইল গ্রাম থেকে শিশু আয়ানকে উদ্ধার করেন। আয়ান কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের হাইজুল মিয়ার ছেলে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজ উদ্দিন জানান, বৃহস্পতিবার আয়ানের মা পাকিজা বেগম থানায় শিশু অপহরণের মামলা দায়ের করলে পুলিশ সুপার মিজানুর রহমানের দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে দ্রুত অভিযান চালানো হয়। এ সময় শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অভিযুক্ত বাপ্পীকে গ্রেফতার করা হয়।
তদন্তকারী কর্মকর্তা এসআই সাদ্দাম হোসেন বলেন, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আয়ানের মা পাকিজা বেগমের সঙ্গে পরিচয় হয় বাপ্পীর। সেই পরিচয় থেকে আত্মীয়তার ভান করে তিনি শিশুটিকে সুকৌশলে অপহরণ করেন।
শিশুর মা পাকিজা বেগম কোটালীপাড়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি মামলা করার ২৪ ঘণ্টার মধ্যে আমার সন্তানকে উদ্ধার করে দিয়েছে পুলিশ। এজন্য আমরা কোটালীপাড়া থানা পুলিশকে ধন্যবাদ জানাই।”
মন্তব্য করুন