ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের কার্যালয় সূত্রে জানা গেছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মোট ৩৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং ৫টি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ-০২ সংসদীয় আসন থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন।
এছাড়াও একই দিনে—
গোপালগঞ্জ-০২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান ভূঁইয়া,
এনপিপি থেকে মো. আনিসুর রহমান দেওয়ান,
গোপালগঞ্জ-০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী এম. আনিসুর ইসলাম,
গোপালগঞ্জ-০৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান
মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকালে স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান ভূঁইয়ার পক্ষে তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্য প্রার্থীরাও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলকে ঘিরে দিনভর রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো এলাকায় উৎসবমুখর আবহ তৈরি করে।
রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে আরও জানা গেছে, রোববার বিকেল ৫টা পর্যন্ত এবং আগামীকাল সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে।