ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
গোপালগঞ্জে ঢাকা–খুলনা মহাসড়কে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ভ্যানচালক নিহত হয়েছেন। নিহতরা হলেন—সদর উপজেলার ইদ্রিস আলী শেখ (৭০) ও কাশিয়ানী উপজেলার রহমত বিশ্বাস (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের নিমতলা এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। ভ্যান চালিয়ে রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী আরমান পরিবহনের একটি দ্রুতগতির বাস ইদ্রিস আলী শেখকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যানসহ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইদ্রিস আলী শেখ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের জাবেদ আলী শেখের ছেলে।
অপরদিকে একই রাতে রাত ১০টার দিকে কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে একটি দ্রুতগতির পিকআপ ভ্যানচালক রহমত বিশ্বাসকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত রহমত বিশ্বাস কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পরানপুর গ্রামের বাসিন্দা।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, নিহত দুইজনই ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।