ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করেছেন, অক্টোবরের মধ্যেই ফ্লাই জিন্নাহ ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করবে। পিআইএ বেসরকারিকরণ শেষে তারাও ঢাকা ফ্লাইট শুরু করতে পারে।
রোববার (২৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে দুই পক্ষ বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করে।
এদিন ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বর্তমান সরকার পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায়। তিনি জানান, অমীমাংসিত বিষয়ে দুই দেশ অবস্থান ব্যক্ত করেছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে একমত হয়েছে।
তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, তবে তা পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে নিতে হবে। একাত্তর ইস্যুতে পাকিস্তানের পুরোনো অবস্থানের সঙ্গে একমত নয় বলেও জানান তিনি।
মন্তব্য করুন