স্পোর্টস ডেস্ক,
জয়ের ধারা ধরে রাখার মিশনে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গৌহাটিতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে টাইগ্রেসরা। বোলারদের নৈপুণ্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর নিগার সুলতানা জ্যোতির দল।
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন,
“আমরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিলাম। ভালোভাবে শুরু করলে আত্মবিশ্বাস বাড়ে, যা পরের ম্যাচগুলোতেও দলকে অনুপ্রাণিত করে।”
নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। এবার তাদের সামনে চ্যালেঞ্জ ইংল্যান্ড—যারা নিজেরাও প্রথম ম্যাচে দেখিয়েছে দারুণ ফর্ম।
গৌহাটিতে নিজেদের প্রথম খেলায় ইংল্যান্ড ১০ উইকেটে উড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৬৯ রানে গুটিয়ে গেলে ইংলিশরা মাত্র ৮৫ বলেই জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে।
এখন পর্যন্ত ওয়ানডেতে একবারই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ নারী দল—গত বিশ্বকাপের সেই ম্যাচে ১০০ রানে পরাজিত হয়েছিল টাইগ্রেসরা। টি-টোয়েন্টি ফরম্যাটে চার দেখায় চারবারই হারেছে বাংলাদেশ।
তবুও পাকিস্তানের বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসে উজ্জীবিত জ্যোতি-সাথিরা আজ চাইবেন নতুন ইতিহাস গড়তে ইংল্যান্ডের বিপক্ষে।
মন্তব্য করুন