ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে পরপর দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে আদালতের সামনের সড়কে এই বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
রাত ১১টার দিকে গোপালগঞ্জ জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—অজ্ঞাত দুর্বৃত্তরা সড়কের ওপর পরপর দুটি হাতবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পর মুহূর্তেই এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টহল জোরদার করে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়—সংলগ্ন সিসিটিভি ফুটেজ যাচাই করে জড়িতদের শনাক্তের কার্যক্রম চলছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন বলেন, বিস্ফোরিত হাতবোমাগুলোতে স্প্লিন্টার ছিল না, ছিল শুধুই গানপাউডার। এ কারণেই শব্দ অত্যন্ত তীব্র হয়েছে।
ঘটনার পর সেনাবাহিনীর সমন্বয়ে পুরো গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে।
মন্তব্য করুন