স্পোর্টস ডেস্ক,
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। এবারের আসরে প্রথমবারের মতো সর্বোচ্চ ৮ দল অংশ নিচ্ছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি খেলবে, আর বাছাই পর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।
টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো ঘোষণা করেছে সর্বকালের সেরা এশিয়া কাপ একাদশ। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
একাদশ বাছাইয়ের ক্ষেত্রে ক্রিকইনফো শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টি নয়, সব ধরনের টি-টোয়েন্টিতে খেলোয়াড়দের সামগ্রিক পারফরম্যান্সকে প্রাধান্য দিয়েছে। পাশাপাশি একটি দেশ থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় নেওয়ার নিয়ম রাখা হয়েছিল।
সাকিব আল হাসান জায়গা পেয়েছেন তার ধারাবাহিক অলরাউন্ড পারফরম্যান্সের কারণে। জাতীয় দলের হয়ে যেমন ব্যাট-বল হাতে ছন্দময় ছিলেন, তেমনি বিশ্বের বড় সব ফ্র্যাঞ্চাইজি লিগেও দাপট দেখিয়েছেন তিনি।
এই একাদশে ভারত থেকে সর্বোচ্চ চারজন, শ্রীলঙ্কা থেকে তিনজন, আর পাকিস্তান ও আফগানিস্তান থেকে একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন। দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে।
মন্তব্য করুন