ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ৪০০ শয্যার ভবনে প্রতিদিন চিকিৎসা নিতে আসছেন জেলার বাইরে থেকেও অসংখ্য রোগী। কিন্তু পর্যাপ্ত সংখ্যক নার্সের অভাব ও আইসিইউ বেড সংকটের কারণে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এতে হাসপাতালে চিকিৎসা প্রায় ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
চিকিৎসা সেবার এই অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ জেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ।
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন,
“চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। অথচ গোপালগঞ্জ মেডিকেলে আইসিইউ বেডের সংখ্যা খুবই কম, নার্সের সংকটও চরম আকার ধারণ করেছে। সাধারণ মানুষ পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। সরকারের প্রতি আমাদের আহ্বান— অবিলম্বে আইসিইউ বৃদ্ধি, পর্যাপ্ত নার্স নিয়োগ এবং হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ আধুনিক মেডিকেলে রূপান্তরের ব্যবস্থা নিতে হবে।”
নেতৃবৃন্দ আরও জানান, গোপালগঞ্জসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। কিন্তু প্রয়োজনীয় সুবিধার অভাবে অধিকাংশ রোগী ভোগান্তির শিকার হচ্ছেন।
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আরও বলেন,
“আমরা চাই গোপালগঞ্জ মেডিকেল হাসপাতাল আধুনিক চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে উঠুক, যাতে সাধারণ মানুষ তাদের ন্যায্য চিকিৎসা সেবা পান।”
মন্তব্য করুন