ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কেটিং জুতা কিনে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে রমজান মোল্লা (১২) নামের এক শিশু—এমন ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রমজান ওই গ্রামের প্রবাসী আলম মোল্লার ছেলে এবং ইসলামপুর শামসুল উলুম আজিজিয়া মাদ্রাসার ছাত্র।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সকালে রমজানের চাচা আশিক মোল্লা জানালা দিয়ে দেখতে পান ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে ঝুলছে রমজান। পরে আশপাশের লোকজন দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, রমজান মাদ্রাসায় যেতে চাইতো না। তবুও পরিবার তাকে জোর করে পাঠাত। পাশাপাশি কয়েক দিন ধরে সে মায়ের কাছে স্কেটিং জুতা কেনার আবদার করে আসছিল। সকালে এ নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য হয়। ধারণা করা হচ্ছে, অভিমান থেকেই সে আত্মহত্যা করেছে।
তিনি আরও জানান, পরিবার ও এলাকাবাসীর অনুরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন