নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গতকাল বুধবারও তার কিছু প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা হয়েছে। এদিন সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন, ‘ম্যাডামের অবস্থা অপরিবর্তিত। আগের মতোই আছেন। উন্নতি বা অবনতি কোনোটাই বলা যাচ্ছে না।’

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেছেন, ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। কিছুটা রেসপন্স করছেন। চিকিৎসক ও পরিবারের সদস্যরা ডাক দিলে কিছুটা সাড়া দেওয়ার চেষ্টা করছেন। তবে এটাকে আশানুরূপ উন্নতি বলা যাচ্ছে না। তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার ওঠানামা করছে। তিনি জানান, প্রতি রাতেই ঘণ্টা দেড়েক বৈঠক করে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ড। যেখানে দেশি-বিদেশি অন্তত দেড় ডজন চিকিৎসক যুক্ত হন। লন্ডন ক্লিনিকের বিখ্যাত চিকিৎসকরাও যুক্ত হন।

বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে যান। সেদিন রাতে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি রাখা হয়। সেই থেকে তিনি সেখানে চিকিৎসাধীন। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে সিসিইউতে নিয়ে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিচ্ছে মেডিকেল বোর্ড। দেশি-বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে চীনের ১০ সদস্যের একটি চিকিৎসক টিমও কাজ করছেন। যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত এরই মধ্যে চিকিৎসা সহায়তার হাত বাড়িয়েছে।

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ড. ইউনূস: অসুস্থ খালেদা জিয়াকে দেখতে গতকাল সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানিয়ে সরাসরি খালেদা জিয়ার কাছে নিয়ে যান। এ সময় বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও ছিলেন।

এর আগে দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। পরে তার একজন ব্যক্তিগত কর্মকর্তা বলেন, ম্যাডাম (ফরিদা আখতার) বিএনপি চেয়ারপারসনকে দেখতে গিয়েছিলেন। উনি সিসিইউর ভেতরে গেয়েছিলেন। উনার সঙ্গে বিএনপি চেয়ারপারসন রেসপন্স করেছেন। ইশারায় সালামের জবাব দিয়েছেন। তিনি আরও জানান, বেলা ১টা ৩৮ মিনিটে খালেদা জিয়ার শারীরিক খোঁজ-খবর নেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। দুপুর ১টা ৫০ মিনিটে তিনি বের হয়ে আসেন। এই সময়ে খালেদা জিয়ার চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।

যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায়: খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসেছেন। গতকাল সকালে বিশেষজ্ঞ এই চিকিৎসক ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় নেমে প্রথমে একটি হোটেলে যান। তিনি দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান।

খালেদা জিয়ার জন্য দোয়া ও ছাগল সদকা: খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া-প্রার্থনা অব্যাহত রয়েছে। নেতাকর্মীরা তাহাজ্জুদের নামাজ পড়ছেন এবং গরু-ছাগল সদকা করছেন। গতকাল বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মিরপুরের সিটি ক্লাবে পল্লবী ও রূপনগরের নেতাকর্মীসহ স্থানীয়দের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামানায় ও জানের ছাদকায়ে জারিয়া হিসাবে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মো. আইয়ুব হোসেন মুকুলের উদ্যোগে হিজলা মাদ্রাসা ও এতিমখানা, কালিগঞ্জ মহৎপুর রওজাতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং আশাশুনি কলিমাখালী এতিমখানায় এতিমদের মাঝে ছাগল উপহার দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

1

শীতে বিপর্যস্ত জনজীবন

2

গ্রাহকের জমানো টাকা তুলতে পারছেন না গোপালগঞ্জের ন্যাশনাল ব্য

3

গণভোটের ৪ প্রশ্নে যা আছে

4

টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃ

5

হাদির মরদেহ কোথায় নেওয়া হবে, জানাল ইনকিলাব মঞ্চ

6

আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন, জেলেদের মধ্যে এখনো উদ্বেগ

7

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

8

জলাবদ্ধতায় বন্ধের মুখে গোপালগঞ্জের জামিয়া কারিমিয়া আরাবিয়া ম

9

জাকসু নির্বাচনে ভোট গণনায় দেরির কারণ জানাল ইসি

10

নড়াইলের যোগানিয়ায় নরসুন্দরের কেচির আঘাতে কিশোরের মৃত্যু, শ

11

ভূমধ্যসাগরে ট্রলারডুবি: গোপালগঞ্জের ২ যুবকের মৃত্যু, নিখোঁজ

12

সিনেমার নায়ক থেকে জনতার নেতা: থালাপতি বিজয়ের রাজনৈতিক অভিষেক

13

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে বিচারকদের বদলি–পদোন্নতির ক্ষমতা

14

ভারত ম্যাচের আগেই টাইগার শিবিরে সুসংবাদ

15

সেন্টমার্টিনে রাতযাপনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: র

16

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এইচ. খান মঞ্জু

17

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গোপালগঞ্জের তরুণ নিহত

18

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান,পাইপগান ও গ

19

কোটালীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর গ্রেপ্তার তাপ

20