ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
৪৮ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি বাস্তবায়ন না হলে তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ আলটিমেটাম দেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সাদিক কায়েম যখন তার বক্তব্য দিচ্ছিলেন, তখন তাকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিছুটা বিব্রতও দেখা গেছে।
সাংবাদিকদের উদ্দেশে সাদিক কায়েম বলেন,
“অনতিবিলম্বে আমাদের দাবি না মানা হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন না এলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।”
এ সময় তিনি তিনটি দাবি পাঠ করে শোনান।
প্রথম দাবিতে তিনি বলেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব সংশ্লিষ্ট সংস্থাকে জবাবদিহির আওতায় আনতে হবে। যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি যারা এই হামলাকে সমর্থন দিয়েছে এবং হাদি ভাই ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই ‘কালচারাল ফ্যাসিস্টদের’ সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করার দাবি জানান তিনি।
দ্বিতীয় দাবিতে সাদিক কায়েম বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান পরিচালনা করতে হবে। সংগঠনটির বিভিন্ন স্তরের সব সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের কোনো ধরনের অবহেলা আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তৃতীয় দাবিতে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় দ্রুত কার্যকর করতে হবে।
ডাকসু ভিপির এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে তাকিয়ে রয়েছে দেশবাসী।
মন্তব্য করুন