ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
সারাদেশের মতো গোপালগঞ্জেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার।
“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে বের হওয়া র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান তার বক্তব্যে বলেন,
“প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও তাদের জীবনমান উন্নয়ন আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। সরকারি ও বেসরকারি সহযোগিতা বৃদ্ধি পেলেই একটি সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।”
এ সময় তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মন্তব্য করুন