ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে গোপালগঞ্জে গণ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা তসলিম হোসাইন সিকদারের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিসিক ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে লঞ্চঘাট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদার, সহ-সভাপতি মুফতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেনসহ অন্য নেতৃবৃন্দ।
সমাবেশে মাওলানা তসলিম হোসাইন সিকদার বলেন, “সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। এতে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটবে।”
তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল চাঁদাবাজি, দখলসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে, যার প্রভাব ইতোমধ্যে ডাকসু নির্বাচনে পড়েছে। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় এলে সবার সমঅধিকার নিশ্চিত করবে।
মন্তব্য করুন