ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
গোপালগঞ্জের কাশিয়ানীতে দ্রুতগামী গাড়ির চাপায় শুকুরন বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুকুরন বেগম ওই গ্রামের সত্তার মোল্লার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান।
তিনি জানান, শুকুরন বেগম ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
মন্তব্য করুন