ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। আগামী ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত চলবে এ ছুটি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৬তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত মোতাবেক পূর্বঘোষিত ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়িয়ে ৬ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৭ অক্টোবর শুধুমাত্র একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ৭ অক্টোবর থেকে প্রশাসনিক কার্যক্রম এবং ৮ অক্টোবর থেকে একাডেমিক কার্যক্রম যথারীতি চলবে।
এছাড়া ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা—পানি, বিদ্যুৎ, পরিবহন, চিকিৎসা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বৃক্ষরক্ষণ কার্যক্রম যথারীতি চালু থাকবে। এসব কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়কগণ নিয়মিত তদারকি করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর
মন্তব্য করুন