ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
গোপালগঞ্জের টেকেরহাট মহাসড়কে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার সকালে কংশুর বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় যাত্রীবোঝাই একটি লোকাল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনটি সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বহু যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সর্বোচ্চ চিকিৎসা দিতে বিশেষ টিম কাজ করছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।
মন্তব্য করুন