ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “নতুন ভারত আর কোনো পরমাণু হুমকিতে ভয় পায় না। প্রয়োজনে ঘরে ঢুকে শত্রুকে শেষ করে আসতে পারে ভারতীয় সেনারা।”
বুধবার (১৭ সেপ্টেম্বর) ৭৫তম জন্মদিনে মধ্যপ্রদেশে আয়োজিত এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি অপারেশন সিঁদুর–এর সাফল্যের প্রশংসা করেন এবং পাকিস্তানকে পরোক্ষভাবে সতর্কবার্তা দেন।
মোদি বলেন, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি শিবির ধ্বংসের পর জইশ-ই-মহম্মদও স্বীকার করেছে যে তাদের ঘাঁটিগুলো ভারতীয় সেনারা গুঁড়িয়ে দিয়েছে। এতে বিশ্ববাসীর সামনে ইসলামাবাদের আসল রূপ উন্মোচিত হয়েছে।
এর আগে পাক সেনাপ্রধান আসিম মুনির হুমকি দিয়েছিলেন—ভারতের সঙ্গে যুদ্ধে অস্তিত্ব সংকটে পড়লে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। সেই প্রসঙ্গ টেনে মোদি জানান, “এটা নতুন ভারত। আমরা কারও হুমকিতে ভয় পাই না।”
পেহেলগামের হামলার পর জবাব
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতীয় সেনারা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। পাল্টা হামলার চেষ্টা করলেও পাকিস্তানের সেনাঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়।
উন্নয়ন ও ঐতিহাসিক স্মরণ
মধ্যপ্রদেশ সফরে মোদি দেশের বৃহত্তম সমন্বিত টেক্সটাইল পার্ক প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি বলেন, এ উদ্যোগ শিল্পে নতুন গতি আনবে এবং কৃষকরা ন্যায্যমূল্য পাবেন।
মন্তব্য করুন