ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন জোবরা গ্রামে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ১২ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুই শিক্ষকও রয়েছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সকালে সেনাবাহিনীর টহল থাকলেও এক ঘণ্টার মধ্যে তারা সরে গেলে দুপুরে ফের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দ্রুত সমাধানের আশ্বাস দিলেও প্রশাসনের উদ্যোগ ফলপ্রসূ হয়নি বলে দাবি করেন তারা।
এর আগে শনিবার (৩০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এক নারী শিক্ষার্থীকে বাসার দারোয়ান কর্তৃক মারধরের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনার জেরে রাতভর সংঘর্ষ চলে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ অবস্থায় পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
মন্তব্য করুন