অন্তর হোসেন পিয়াস,
ক্রাইম রিপোর্টার,
ভয়েস অফ গোপালগঞ্জ
গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারী চক্রের মূল হোতা *‘বেনসন রাব্বি’*কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে এসআই নয়ন, এসআই আব্দুর রাজ্জাক ও অন্যান্য সদস্যের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বেনসন রাব্বির বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে গোপালগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির সাথে জড়িত ছিল। এছাড়াও তার বিরুদ্ধে মাদক সেবন ও স্থানীয় তরুণদের অপরাধে প্ররোচিত করার অভিযোগ রয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত রাব্বিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে রিমান্ডে নিয়ে আরও তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে। পুলিশ মনে করছে, এই গ্রেফতারের ফলে এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
মন্তব্য করুন