শিক্ষা ডেস্ক,
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হয়। তবে ৪টার মধ্যে যারা ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন, তাঁদের ভোট নেওয়া হয়েছে।
এবার ডাকসুর ২৮টি পদে লড়েছেন ৪৭১ জন প্রার্থী। একই সঙ্গে ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। প্রতিটি ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হয়েছে। ডাকসুর জন্য পাঁচ পাতার এবং হল সংসদের জন্য এক পাতার ব্যালট ব্যবহার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি নেই। বিকেল ৩টার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
ভোট শুরুর পর আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত দু-একটি অভিযোগ উঠলেও সামগ্রিক পরিবেশ ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ। সকাল থেকেই শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
ফলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হলেও এখন সবার দৃষ্টি নির্বাচনের ফলাফলের দিকে।
মন্তব্য করুন