প্রযুক্তি ডেস্ক,
অ্যাপল ২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আনার পর থেকে প্রতিটি সিরিজেই এসেছে ভিন্নতা। তবে এবারের পরিবর্তনকে ‘সবচেয়ে বড় অগ্রগতি’ হিসেবে দাবি করেছেন অ্যাপল প্রধান টিম কুক। সর্বশেষ উন্মোচিত আইফোন ১৭ সিরিজ ডিজাইন, ক্যামেরা ও পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করেছে।
ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, টোকিও স্কয়ার ও শাহ আলী প্লাজার মতো জনপ্রিয় মার্কেটে ইতোমধ্যেই নতুন মডেল পাওয়া যাচ্ছে। দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের ভিড় প্রমাণ করে, বাংলাদেশি বাজারে অ্যাপলের প্রভাব দিন দিন বাড়ছে।
বর্তমান দাম (বাংলাদেশি বাজারে)
iPhone 17 (256GB): ১,৩০,০০০ – ১,৪০,০০০ টাকা
iPhone 17 Pro: ১,৭০,০০০ – ১,৮০,০০০ টাকা
iPhone 17 Pro Max: ২,০০,০০০ টাকার বেশি
তবে ধারণা করা হচ্ছে, সরবরাহ বাড়লে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দাম ১০–৩০ হাজার টাকা পর্যন্ত কমতে পারে।
কেনার আগে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে
বিশেষ করে গ্রে মার্কেট থেকে কেনার সময় কিছু ঝুঁকি মাথায় রাখা জরুরি—
1. অফিসিয়াল ওয়ারেন্টির অভাব
বিদেশ থেকে আনা অনেক ফোনে বাংলাদেশে অফিসিয়াল ওয়ারেন্টি থাকে না। ফলে নষ্ট হলে অ্যাপলের অনুমোদিত সার্ভিস সেন্টারে মেরামতের সুযোগ পাওয়া যায় না।
2. ভুয়া বা রিফার্বিশড হওয়ার ঝুঁকি
আসল ফোনের সঙ্গে অনেক সময় নকল বা পুনর্নির্মিত (Refurbished) ফোন বিক্রি হয়ে যেতে পারে।
3. সফটওয়্যার ও নেটওয়ার্ক সমস্যা
কিছু মডেলে ভবিষ্যতে সফটওয়্যার আপডেট বা 5G/4G ব্যান্ড সাপোর্টে সমস্যা দেখা দিতে পারে। কেনার আগে নেটওয়ার্ক সাপোর্ট যাচাই করা জরুরি।
4. অতিরিক্ত খরচ
অফিসিয়াল রিটেইলারদের কাছ থেকে কিনলে দাম কিছুটা বেশি হলেও নির্ভরযোগ্য সেবা মেলে। অন্যদিকে গ্রে মার্কেট থেকে কিনলে পরবর্তী রিপেয়ার বা পার্টস পরিবর্তনে বাড়তি খরচ গুনতে হতে পারে।
5. সীমিত বিক্রয়োত্তর সেবা
অফিসিয়াল সাপোর্ট না থাকায় টেকনিক্যাল সমস্যায় রিসেলারদের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করতে হয়।
বিশ্ববাজারে সাড়া
চীন, মধ্যপ্রাচ্য ও ভারতীয় বাজারে ইতোমধ্যেই আইফোন ১৭ সিরিজ ব্যাপক সাড়া ফেলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে প্রো ম্যাক্স মডেল।
বাংলাদেশে এখনো অফিসিয়াল লঞ্চ না হলেও গ্রে মার্কেটে ক্রেতাদের উচ্ছ্বাস প্রমাণ করছে—এ দেশ অ্যাপলের জন্য একটি সম্ভাবনাময় বাজার।
মন্তব্য করুন