নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ‘শহীদ’ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন। শনিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত হাদির কবর জিয়ারত করেন।

এরপর রাজধানীতে তারেক রহমানের আরও কর্মসূচি রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতির অংশ হিসেবে আজ তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কার্যক্রমে অংশ নেবেন। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত প্রয়োজনীয় কাজও সম্পন্ন করবেন তিনি।

এর আগে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, তারেক রহমান শিগগিরই ভোটার হিসেবে নিবন্ধিত হবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার সকাল ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ‘শহীদ’ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান এনআইডি রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজে নির্বাচন কমিশনে যাবেন। তবে তিনি কোন এলাকায় ভোটার হিসেবে নিবন্ধিত হবেন—সে বিষয়ে এখনো দলীয়ভাবে কিছু জানানো হয়নি। দলের একটি সূত্র জানিয়েছে, তিনি ঢাকার কোনো একটি এলাকায় ভোটার হতে পারেন।

নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তবে ভোটার তালিকা আইন অনুযায়ী, ইসি যে কোনো সময় ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিকে তালিকাভুক্ত করতে পারে।

উল্লেখ্য, এক-এগারো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে বাংলাদেশে প্রথম ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ওই বছরের ১১ সেপ্টেম্বর কারামুক্ত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে তারেক রহমান সপরিবারে লন্ডনে যান। বিদেশে অবস্থানের কারণে সে সময় তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। পরবর্তীতে দীর্ঘ সময় দেশে না থাকায় তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হননি।

বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছে, তারেক রহমান পৈতৃক এলাকা বগুড়া-৬ (সদর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তার পক্ষে স্থানীয় নেতারা ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে তিনি আরও কোনো আসন থেকে প্রার্থী হবেন কি না কিংবা কয়টি আসনে নির্বাচন করবেন—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার একটি আসন থেকেও তারেক রহমান প্রার্থী হতে পারেন। আলোচনায় রয়েছে গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের নাম। যদিও বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের জন্য বিএনপি এ আসনটি ছেড়ে দিতে পারে বলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এদিকে নির্বাচন কমিশন সম্প্রতি একটি পরিপত্র জারি করে জানিয়েছে, কোনো ব্যক্তি একই সময়ে তিনটির বেশি নির্বাচনী এলাকায় প্রার্থী হতে পারবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

বিপিএলের কোন ইভেন্ট কোথায়, কবে

2

গোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস

3

জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

4

ওয়াই-ফাইয়ের রেডিয়েশন থেকেও হতে পারে ভয়াবহ রোগ

5

গোপালগঞ্জে দেশের প্রথম এফআরপি টাওয়ার স্থাপন করল ইডটকো

6

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

7

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : বাবর

8

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

9

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

10

গোপালগঞ্জের মধুমতী নদীতে জয়নগর ফেরিঘাটের উদ্বোধন

11

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান,পাইপগান ও গ

12

ভারতে আসছে আর্জেন্টিনা: মেসি-ডি মারিয়াদের খেলা সরাসরি দেখার

13

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

14

প্রকাশকের কলাম: সত্যের সঙ্গে আমাদের অঙ্গীকার

15

সুন্দরবনে মুক্তিপণের জন্য চার জেলে অপহৃত

16

গোপালগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৭

17

আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল: তারেক রহমান

18

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

19

গোপালগঞ্জে নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার

20