ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এই ভূমিকম্প আঘাত হানে।
কম্পন শুধু বাংলাদেশেই নয়, পাশের দেশ ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীর বাইরে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়। সিলেটে এটি বিকেল ৫টা ১৩ মিনিটে স্পষ্টভাবে অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ধরা পড়ে ৫ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূটানের সীমান্তবর্তী ভারতের আসামের উদালগুড়ি এলাকা থেকে ১৫ কিলোমিটার পূর্বে।
অন্যদিকে, ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, তাদের পর্যবেক্ষণ অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা, যা ভারতের আগরতলা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার উত্তরে এবং বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এর আগে গত এপ্রিলে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প হয়েছিল। তখন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪, উৎপত্তিস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে।
তাৎক্ষণিকভাবে আজকের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য না পাওয়া গেলেও হালনাগাদ খবরের জন্য স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।
মন্তব্য করুন