অন্তর হোসেন পিয়াস,
ভয়েস অফ গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ১৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে আমির হামজা ও কেবি কনভেনশন হলের ভাড়া প্রদানকারী মো. বায়েজিদসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়।