অন্তর হোসেন পিয়াস,
ক্রাইম রিপোর্টার,
ভয়েস অফ গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলা সদরের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং পরবর্তীতে গোপালগঞ্জে সদর থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অর্থলোপাট, একাধিক চেক বাউন্সসহ বিভিন্ন মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারের খবরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।