ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটাররা ও এনআইডি–ধারী বাংলাদেশিরা প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ লক্ষ্যে ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি আধুনিক অ্যাপ তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
সম্প্রতি কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত এক মতবিনিময় সভায় সিইসি এ তথ্য দেন। অনুষ্ঠানের বিষয় ছিল— ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় প্রাপ্ত এক তথ্যবিবরণীতে এ বিষয়ে জানানো হয়।
মতবিনিময়ে প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি, প্রবাসী ভোটার নিবন্ধন এবং আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীরা কীভাবে ভোট দেবেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “প্রবাসীদের অংশগ্রহণ বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।”
এসময় প্রবাসীরা সিইসিকে কানাডায় এসে সরাসরি মতবিনিময়ের সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা জানান এবং কনস্যুলেটকেও ধন্যবাদ জানান এ ধরনের আয়োজনের জন্য।
মন্তব্য করুন