ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা জানান, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠন, গণতন্ত্রের বিকাশ এবং ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচন জরুরি। তাঁদের দাবি— দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত স্মারকলিপিও প্রদান করেন।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোহাম্মাদ আলী ত্বোহা বলেন, “প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণের দাবি হলো ছাত্র সংসদ নির্বাচন। কালো টাকা ও পেশিশক্তির রাজনীতি থেকে মুক্ত থাকতে এটি অপরিহার্য।”
কৃষি বিভাগের শিক্ষার্থী জসিম উদ্দিন জানান, “ছাত্র সংসদ থাকলে প্রশাসনের কাছে শিক্ষার্থীদের কথা বলার একটি আনুষ্ঠানিক মঞ্চ তৈরি হবে। নির্বাচন না থাকায় সাধারণ শিক্ষার্থীরা অধিকার আদায়ে ব্যর্থ হচ্ছেন।”
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুবর্না জয় বলেন, “ছাত্র সংসদ না থাকায় ক্লাসরুম সংকট, হল আসন, ল্যাব সুবিধা ও টিউশন ফি নিয়ে কথা বলার সুযোগ নেই। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি।”
পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আকিক তানজিল জিহান বলেন, “ছাত্র সংসদ শিক্ষার্থীদের সর্বোচ্চ গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। এটি নেতৃত্ব, দায়িত্ববোধ ও সাংগঠনিক দক্ষতা বিকাশে সহায়ক। বিশ্ববিদ্যালয়ের আইনে দ্রুত এ নির্বাচন অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।”
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জমান রাজীব জানান, “বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিধান নেই। শিক্ষার্থীরা আজ যে দাবি তুলেছেন, তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) জানানো হবে। আইনে নির্বাচন ব্যবস্থা যুক্ত হলে আমরা অবশ্যই তা বাস্তবায়ন করব।”
মন্তব্য করুন