স্পোর্টস ডেস্ক,
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল আফ্রিকার দুই দল—জিম্বাবুয়ে ও নামিবিয়া। বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নামিবিয়া টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের টিকিট পেল, আর জিম্বাবুয়ে ফিরল ২০২২ সালের পর আবারও বিশ্বমঞ্চে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত আফ্রিকান বাছাইপর্বে তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে নামিবিয়া নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট। ম্যাচের নায়ক জেজে স্মিট, যিনি ব্যাট হাতে অপরাজিত ৬১ রান করার পাশাপাশি বল হাতে ১৬ রানে নেন ৩ উইকেট।
প্রথমে ব্যাট করে নামিবিয়া ৪১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়লেও স্মিটের ইনিংসে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে সংগ্রহ করে ১৭৪ রান। জবাবে তানজানিয়া ৮ উইকেটে ১১১ রানে থেমে যায়।
অন্যদিকে, স্বাগতিক জিম্বাবুয়ে কেনিয়াকে ৭ উইকেটে হারিয়ে জায়গা পায় বিশ্বকাপে। টস জিতে আগে ব্যাট করে কেনিয়া নির্ধারিত ২০ ওভারে তোলে ৬ উইকেটে ১২২ রান। দলের হয়ে রাকেপ প্যাটেল খেলেন ৪৭ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস।
কিন্তু জবাবে দারুণ ছন্দে ব্যাট করে জিম্বাবুয়ে। ওপেনার ব্রায়ান বেনেটের ২৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসে মাত্র ১৫ ওভারেই ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
মন্তব্য করুন