প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 4, 2026 ইং
গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত অনুর্ধ ১৫ ফুটবল প্রশিক্ষনের উদ্বাধন করা হয়েছে।
রোববার(৪ জানুয়ারী) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন মেজারত ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দেব রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী সমীর কুমার কুন্ডু। প্রশিক্ষণে মোট ৪০ জন খেলোয়ার অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা। এ সময় সাবেক ফুটবল খেলোয়াড় আব্দুল মান্নান মানি, ক্রীড়া মোদী ব্যক্তিবর্গ ও দর্শক উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ গোপালগঞ্জ