প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 28, 2025 ইং
ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা ১০ মিনিটের দিকে সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। এরই ধারাবাহিকতায় দলের জ্যেষ্ঠ নেতারা তাকে ওই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানান। দলীয় নেতাদের অনুরোধ এবং সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি।
এদিকে তারেক রহমানের এ সিদ্ধান্তের পর ঢাকা-১৭ আসনটি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি পরিবর্তে ভোলা-১ সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ গোপালগঞ্জ