প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 21, 2025 ইং
গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির খান।
রোববার ভোরের দিকে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের বেজড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়েদুজ্জামান খান জানান, বেলা দুপুরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ঘরের আসবাবপত্রসহ ভেতরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে বাড়িটির পেছনের দরজা ভেঙে একদল দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে। এরপর তারা প্রতিটি কক্ষে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি তখন কারও নজরে না এলেও বেলা ১১টার দিকে গ্রামের কয়েকজন শিশু বাড়ির পেছনের বাগানে খেলতে গিয়ে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে।
শিশুরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। বেলা সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং প্রায় এক ঘণ্টা পর বেলা সোয়া ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ওয়েদুজ্জামান খান বলেন, “আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।”
এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সাব্বির খান ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন বলে জানা গেছে। অগ্নিসংযোগের বিষয়ে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
সাব্বির খান কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খানের আপন চাচাতো ভাই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ গোপালগঞ্জ