ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন-এর উদ্যোগে বৃহস্পতিবার (আজ) বেলা ১১টায় উপজেলার ফাউন্ডেশন কার্যালয়ের সামনে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশন, গোপালগঞ্জ জেলার উপসহকারী পরিচালক জামাল উদ্দিন লিটন। তিনি বলেন, শীত মৌসুমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম অত্যন্ত জরুরি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক পাটগাতী শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, টুঙ্গিপাড়া সরকারি কলেজের প্রভাষক বাবর আলী মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশন মোল্লাহাট শাখার এরিয়া ম্যানেজার বাবুল আক্তার, টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলামসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগের জন্য জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।