ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ-উজ-জামান-এর সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের এক গুরুত্বপূর্ণ ও সার্বিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) মুকসুদপুর উপজেলা পরিষদের হলরুমে অবস্থিত বিজয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় সরকারি সেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা, প্রশাসনিক সমন্বয় জোরদারকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ, ডিজিএফআই-এর প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ কাজী ওহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ-উজ-জামান প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের কল্যাণে দায়িত্বশীল ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানান।