প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 11, 2025 ইং
আজ সন্ধ্যা ৬টায় ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার নির্বাচন ভবনে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
গতকাল বিকালেই সিইসির ভাষণ রেকর্ড করেছে বিটিভি ও বেতার। তফসিল ঘোষণাকে ঘিরে নির্বাচন ভবন ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইসি সচিব জানান, আজ ৩০০টি আসনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে। একই ভাষণে নির্বাচন ও গণভোটের সম্ভাব্য তারিখও জানা যাবে। ইসি সূত্র বলছে, ভোট ৮ বা ১২ ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে রেওয়াজ অনুযায়ী সিইসির নেতৃত্বে কমিশনের সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল নিবন্ধন, ব্যালট পেপার মুদ্রণ, মক ভোটিং, ব্যালট রং, ভোটারদের সময় ব্যয়, গণনার পদ্ধতি, আউট অব কান্ট্রি ভোটিং, পোস্টাল ভোটসহ বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
ইসি সচিব জানান, এই নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা অপরিবর্তিত থাকলেও প্রতিটি কক্ষে দু’টি করে গোপন কক্ষ (স্টাম্পিং সেন্টার) থাকবে। এতে খরচ কিছুটা বাড়তে পারে।
এদিকে সংসদীয় আসন কমানোর বিষয়ে বাগেরহাট-গাজীপুর নিয়ে আপিল বিভাগের রায় নিয়ে জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। প্রয়োজনে তফসিলের পর আইনি নিয়মে সংশোধন করা যাবে বলে মন্তব্য করেন তারা।
চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবার মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে
পুরুষ: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭
মহিলা: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২
তৃতীয় লিঙ্গ: ১ হাজার ২৩৪ জন।
৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের অন্তর্ভুক্ত করেই ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
*কালেক্টেড
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ গোপালগঞ্জ