ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
টেকেরহাট–গোপালগঞ্জ মহাসড়কের পাশে কংশুর মাদ্রাসার সংলগ্ন সরকারি জমি থেকে প্রকাশ্যে ভেকু ব্যবহার করে মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে পরিচিত হাবিব মোল্লা, মাটি ব্যবসায়ী মুজাহিদ এবং তাদের সহযোগী বিল্লাল—এভাবে প্রতিনিয়ত সরকারি মাটি কাট–বিক্রি করে আসছে বলে জানিয়েছে এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, সরকারি খাসজমির মাটি অবৈধভাবে তুলে ট্রাক্টর ও ডাম্পার দিয়ে বিক্রি করা হচ্ছে। এতে শুধু সরকারি সম্পদের অপূরণীয় ক্ষতি হচ্ছে না, পাশাপাশি মহাসড়কের পাশের এলাকায় ভূমিধস, রাস্তার ক্ষয় এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই এই চক্রটি নানা প্রভাব খাটিয়ে সরকারি মাটি দখল ও বিক্রির কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা সরকারি সম্পত্তিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয়রা জানান, ইউনিয়ন ভূমি অফিস ও সহকারী কমিশনার (ভূমি)–এর কঠোর নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিলে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব।
এলাকাবাসীর একাংশ বলেন,
“সরকারি সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। কিন্তু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি মুনাফার লোভে সরকারি জমি বিনষ্ট করছে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।”
অবৈধ মাটি বিক্রি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহলসহ এলাকাবাসী।