অন্তর হোসাইন পিয়াস,
ক্রাইম রিপোর্টার,
ভয়েস অফ গোপালগঞ্জ
গোপালগঞ্জের টেকেরহাট মহাসড়কে কংশুর ও করপাড়া বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় মঙ্গলবার দুপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের আশ্রয়কেন্দ্রের ঘরে প্রবল বেগে ধাক্কা মারে। এতে ঘরটি ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং একজন মহিলা আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতিতে আসা ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আশ্রয়কেন্দ্রে ঢুকে পড়ে। আঘাতের তীব্রতায় ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ট্রাকটির মালিক ভাটিয়াপাড়া গ্রামের কবির তালুকদার বলে জানা গেছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।
স্থানীয়দের দাবি, এ এলাকায় গতিসীমা মানা এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।