ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
পাঁচ দফা দাবির পক্ষে দেশজুড়ে জনমত গঠন ও চাপ সৃষ্টি করতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচির তথ্য দেন।
মূল কর্মসূচি (সংক্ষিপ্ত):
১–৯ অক্টোবর: সারা দেশে ব্যাপক গণসংযোগ — জুলাই সনদের আইনি ভিত্তি ও পাঁচ দফা দাবির পক্ষে মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক, সেমিনার ও স্থানীয় কর্মসূচি।
১০ অক্টোবর: ঢাকায় গণমিছিল।
১২ অক্টোবর: সারা দেশের জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ।
দাবিগুলো (সংক্ষেপে):
1. জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
2. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।
3. আগামী নির্বাচনে প্রকৃত লেভেল-প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ।
4. জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি।
5. জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি।
বিবৃতিতে মামুনুল হক ও জালালুদ্দীন আহমদ বলেন, দেশ বর্তমানে “ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে” পড়েছে এবং সাধারণ জনজীবন অনিশ্চয়তায় ভাসছে। তারা অভিযোগ করেন যে, কেউ কেউ জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে বিদেশি স্বার্থ হাসিলের চেষ্টা করছে এবং ইসলামি শক্তিকে দমন করার অপচেষ্টা চলছে। তাই মানুষকে সঙ্গে নিয়ে এই সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে—এমন সতর্কবাণীও দেওয়া হয়েছে বিবৃতিতে।
নেতৃদ্বয় আরও বলেন, “জুলাই সনদ ও পাঁচ দফা দাবি শুধু খেলাফত মজলিসের নয়, বরং ধর্ম-নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের প্রাণের দাবি” এবং তারা সরকারের প্রতি অনুরোধ করেছেন—জনগণের স্বন্যায্য দাবি উপেক্ষা না করতে এবং আন্তর্জাতিক কোনো চাপের কাছে নত না হওয়ার।