ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কিংবা তাদের দলীয় রেজিস্ট্রেশন স্থগিত করা হয়নি। কেবল তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, যা যেকোনো সময় পুনরায় সচল করা হতে পারে।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন,
“কার্যক্রম স্থগিত থাকায় তারা আপাতত কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। তবে আওয়ামী লীগ এখনো একটি বৈধ রাজনৈতিক দল। কেবল তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে, যা চাইলে যেকোনো সময় চালু করা যেতে পারে।”
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন,
“এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। তারা-ই বলতে পারবে কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে, কারণ তারাই নির্বাচন আয়োজন করছে।”
সমর্থকদের প্রসঙ্গে ড. ইউনূস মন্তব্য করেন,
“আমি মনে করি না আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, তবে সমর্থক আছে। তারা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবে, তবে সেখানে কেবল আওয়ামী লীগের প্রতীক থাকবে না।”
আওয়ামী লীগের ভূমিকা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা আরও বলেন,
“তারা নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও প্রকৃত অর্থে রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি। মানুষ হত্যা থেকে শুরু করে নানা অপকর্ম করেছে। এমনকি এসব কর্মকাণ্ডের দায়ভারও নেয়নি। বরং সব সময় দায় অন্যের ওপর চাপিয়েছে।”