ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথি আজ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান আকর্ষণ এ দিনে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। শাস্ত্রমতে, বিশুদ্ধ নারীর রূপ কুমারী বালিকায় কল্পনা করে তাঁকে দেবীজ্ঞানে পূজা করা হয়।
দিনের বেলায় মহাষ্টমীর বিহিত পূজা ও কুমারী পূজা, আর রাতে হয় সন্ধি পূজা। অষ্টমীর শেষ ও নবমীর শুরু—এই সন্ধিক্ষণে অনুষ্ঠিত হওয়ায় একে বলা হয় সন্ধি পূজা।
ঢাকায় কুমারী পূজা আয়োজন
প্রতি বছরের মতো এবারও রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে হাজারো ভক্তের উপস্থিতিতে কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে। রামকৃষ্ণ মিশনের সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টা ১০ মিনিটে মহাষ্টমী পূজা শুরু হয়। সকাল ১০টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি, বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমারী পূজা এবং দুপুর ১২টায় প্রসাদ বিতরণ করা হবে। সন্ধিপূজা শুরু হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৭টা ১ মিনিটে।
কুমারী পূজার তাৎপর্য
শাস্ত্রমতে, এক থেকে ১৬ বছর বয়সী অবিবাহিত কুমারীকে দেবীজ্ঞানে পূজা করা হয়। বয়সভেদে তাঁদের ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়—
১ বছরের কন্যা সন্ধ্যা,
২ বছরের সরস্বতী,
৩ বছরের ত্রিধামূর্তি,
৪ বছরের কালীকা,
৫ বছরের সুভগা,
৬ বছরের উমা,
৭ বছরের মালিনী,
৮ বছরের কুব্জিকা,
৯ বছরের কালসন্দর্ভা,
১০ বছরের অপরাজিতা,
১১ বছরের রূদ্রাণী,
১২ বছরের ভৈরবী,
১৩ বছরের মহালক্ষ্মী,
১৪ বছরের পীঠনায়িকা,
১৫ বছরের ক্ষেত্রজ্ঞা,
১৬ বছরের কন্যাকে বলা হয় অন্নদা বা অম্বিকা।
শ্রীরামকৃষ্ণের বাণী অনুযায়ী, প্রতিটি নারীর মধ্যেই দেবীশক্তি বিরাজমান। শুদ্ধাত্মা কুমারীতে মাতৃরূপের প্রকাশ সর্বাধিক—এ কারণেই কুমারী পূজার আয়োজন।
পূজার উৎপত্তি ও ইতিহাস
ধর্মীয় কাহিনি অনুযায়ী, অসুররাজ কোলাসুর স্বর্গ-মর্ত্য দখল করলে দেবতারা মহাকালীর শরণাপন্ন হন। তাঁদের প্রার্থনায় দেবী মানবকন্যারূপে জন্ম নিয়ে কুমারী অবস্থায় কোলাসুরকে বধ করেন। সেখান থেকেই কুমারী পূজার সূচনা।
নিরাপত্তা ও আয়োজন
রামকৃষ্ণ মিশন আশ্রমের সহকারী সম্পাদক উত্তম মহারাজ জানিয়েছেন—
“কুমারী পূজা হলো নারীকে মাতৃশক্তির প্রতীক হিসেবে শ্রদ্ধা জানানোর উৎসব। এজন্য আমরা প্রতিবছর মহাঅষ্টমীতে কুমারী পূজা আয়োজন করি।”
তিনি আরও বলেন, পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভক্ত ও অতিথিদের উপস্থিতিতে এবারের কুমারী পূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।