লাইফস্টাইল ডেস্ক,
মানবদেহের অন্যতম প্রধান অঙ্গ হলো হৃদপিণ্ড। তবে অস্বাস্থ্যকর জীবনযাপন, অজ্ঞতা ও অসচেতনতার কারণে দিন দিন এ অঙ্গটি হয়ে পড়ছে দুর্বল। মানুষের মাঝে হৃদরোগ বিষয়ে সচেতনতা তৈরি করতেই বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি গুরুত্ব সহকারে পালিত হচ্ছে।
এবারের প্রতিপাদ্য— “প্রতিটি হৃৎস্পন্দনের গুরুত্ব দিন।”
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২২ অনুযায়ী, দেশে মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ। মোট মৃত্যুর ২১ শতাংশের পেছনে রয়েছে এ রোগ, যার মধ্যে হার্ট অ্যাটাক একাই দায়ী প্রায় ১৭ দশমিক ৪৫ শতাংশ মৃত্যুর জন্য। পাশাপাশি নানা ধরনের হৃদরোগে মারা যাচ্ছে আরও ৩ দশমিক ৬৭ শতাংশ মানুষ। অর্থাৎ, দেশে প্রতি পাঁচটি মৃত্যুর একটি ঘটছে হৃদরোগে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে মোট মৃত্যুর প্রায় ৩১ শতাংশ ঘটে হৃদরোগের কারণে। বাংলাদেশেও দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, স্থূলতা, মানসিক চাপ, ব্যায়ামের অভাবসহ নানা কারণেই হৃদরোগ কেবল প্রাপ্তবয়স্কদের নয়, শিশু-কিশোরদের মধ্যেও দেখা দিচ্ছে।
মানুষকে হৃদরোগ সম্পর্কে সচেতন করতে প্রতিবছর নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বিশ্ব হার্ট ফেডারেশন ১৯৯৯ সাল থেকে ২৯ সেপ্টেম্বরকে বিশ্ব হার্ট দিবস হিসেবে পালন করছে।