বিনোদন ডেস্ক,
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এখন বড় পর্দায়ও ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ভবিষ্যৎ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে ভয় পান। তার ভাষায়, “আজ এখান থেকে বের হয়ে কী হবে আমরা জানি না। তাই অনেক দূরের চিন্তা আমি করি না, করতে চাইও না।”
মেহজাবীনের বিশ্বাস, একজন শিল্পীর পরিচয় তার কাজেই ফুটে ওঠে। তিনি বলেন, “আমার কাজই কথা বলুক।”
বড় পর্দায় কাজ চালিয়ে যাওয়ার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। তার মতে, ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় নিয়মিত কাজ করবেন।
নতুন কাজের ঘোষণা না দেওয়ার বিষয়ে দর্শকদের আক্ষেপ নিয়েও কথা বলেছেন মেহজাবীন। তিনি জানান, প্রযোজনা সংস্থার কন্ট্রাকচুয়াল শর্তের কারণে আগেভাগে কোনো তথ্য প্রকাশ করতে পারেন না।