স্পোর্টস ডেস্ক,
৪১ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মহারণ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
দুই দলের লড়াই মানেই উত্তেজনার সর্বোচ্চ মাত্রা। এবার আবার টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে তারা নামছে একে অপরের বিপক্ষে। ফলে প্রত্যাশিতভাবেই ফাইনালের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। আয়োজকদের নিশ্চিতকরণ অনুযায়ী, ২৮ হাজার আসনসংবলিত ভেন্যুটি এখন পুরোপুরি ‘হাউসফুল’।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
বাংলাদেশের বিপক্ষে যে দল নিয়ে খেলেছিল পাকিস্তান, ফাইনালেও সেই একই একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি। দলের আক্রমণভাগে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। তার সঙ্গে থাকবেন হারিস রউফ ও ফাহিম আশরাফ। স্পিনে আছেন আবরার আহমেদ ও নেওয়াজ।
সম্ভাব্য একাদশ:
সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
ভারতের সম্ভাব্য একাদশ
ভারতের একাদশে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ ম্যাচে বিশ্রামে থাকা জাসপ্রিত বুমরাহ ফিরছেন দলে। ফিরতে পারেন অলরাউন্ডার শিবম দুবেও। তবে হার্দিক পান্ডিয়ার চোট তাকে ফাইনালে অনিশ্চিত করে তুলেছে। তিনি না খেললে জায়গা পেতে পারেন অর্শদীপ সিং বা হর্ষিত রানা।
সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া/অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।