ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যুক্ত হয়ে কাজ করবে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এ দুই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
তিনি জানান, দুই মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রায় ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী মাঠপর্যায়ে কাজ করবেন। পূজা চলাকালে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক সম্প্রীতি রক্ষাই হবে তাদের প্রধান দায়িত্ব।
নিরাপত্তা ও সহায়তা ব্যবস্থা
প্রতিটি পূজামণ্ডপে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, মেডিক্যাল টিম, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বিভাগের সমন্বিত কার্যক্রম।
দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থাপন করা হবে ‘সহায়তা ডেস্ক’।
নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন চালু রয়েছে।
পূজা চলাকালীন কোনও নারী বা শিশু হয়রানির শিকার হলে অভিযোগ গ্রহণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
জরুরি নম্বর
হটলাইন: ১০৮, ১০৯
কন্ট্রোলরুম: ০১৮১৮২১১৭৬৩, ০১৯২০৯৫০১৫২, ০১৭৪৯৮১৯৪২২, ০১৭১১০৫৯৮০৭, ০১৯৫৮১৯৩২৪১
অনুদান ও প্রস্তুতি
স্বল্প আয়ের হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপগুলোতে অনুদান দেওয়া হয়েছে যাতে তারা নির্বিঘ্নে পূজা আয়োজন করতে পারে।
পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর সারা দেশে প্রায় ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ১ হাজার ১১৯টি বেশি। শুধু ঢাকা মহানগরীতেই পূজা হবে ২৫৮টি মণ্ডপে।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, “ধর্মীয় উৎসবের আনন্দ সবার। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখাই আমাদের অগ্রাধিকার।”