ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ রোববার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হলো। দেবী দুর্গা শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে বাপের বাড়ি মর্ত্যলোকে আগমনের মাধ্যমে শুরু হয় এ মহাউৎসব। পুরাণ মতে, এ বছর দেবী আসছেন গজে (হাতি) করে এবং বিদায় নেবেন দোলায় (পালকি)।
আজ সকাল ৯টা ৫৮ মিনিটের আগে অনুষ্ঠিত হবে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। সন্ধ্যায় হবে আমন্ত্রণ ও অধিবাস।
ধর্মগ্রন্থ অনুযায়ী, এক সময় অসুরশক্তির কাছে পরাজিত হয়ে দেবতারা স্বর্গলোকে থেকে বিতাড়িত হন। সেই অশুভ শক্তি বিনাশের জন্য দেবতারা একত্রিত হয়ে সৃষ্ট করেন মহাশক্তি—যিনি দেবতাদের তেজ থেকে আবির্ভূত হন অসুরবিনাশী মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা।
শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা হয়েছিল ২১ সেপ্টেম্বর মহালয়ায়, যার মাধ্যমে শুরু হয় দেবীপক্ষ। আজ ষষ্ঠীর মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হলো। আগামীকাল সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমী উদ্যাপিত হবে।