স্পোর্টস ডেস্ক,
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে সুপার ওভারে ঘটে অদ্ভুত এক ঘটনা। স্পষ্টত ক্রিজের বাইরে থাকলেও শ্রীলঙ্কার দাসুন শানাকা রান আউটের হাত থেকে রক্ষা পান। বিষয়টি নিয়ে খেলোয়াড়, দর্শক, এমনকি ধারাভাষ্যকাররাও বিভ্রান্তিতে পড়েন।
ঘটনাটি ঘটে সুপার ওভারের চতুর্থ বলে। ভারতের পেসার অর্শদীপ সিং বল ডেলিভারি করলে ব্যাটে না লাগায় সেটি চলে যায় উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে। অর্শদীপ সঙ্গে সঙ্গে ক্যাচ আউটের আবেদন করেন এবং আম্পায়ার গাজী সোহেল আউট ঘোষণা করেন। ঠিক সেই সময় শানাকা রান নেওয়ার চেষ্টা করলে স্যামসন স্টাম্প ভাঙেন। ক্রিজ থেকে দূরে থাকলেও নিয়মের কারণে শানাকা আউট হননি।
আইসিসির নিয়ম অনুযায়ী, আম্পায়ার একবার আউট ঘোষণা করলে সেই মুহূর্তে বল ডেড হয়ে যায়। পরে রিভিউতে সিদ্ধান্ত পরিবর্তন হলেও ডেড বলের অবস্থার কোনো পরিবর্তন হয় না। ফলে শানাকা ক্যাচ আউট থেকে বেঁচে যান এবং রান আউটের ঘটনাটি গণনা করা হয়নি।
শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সুপার ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ২ রান তোলে। ভারতের লক্ষ্য ছিল ৩ রান, যা তারা প্রথম বলেই তুলে নেয়।