ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে শচিন ওঝা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার লখন্ডা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শচিন ওঝা একই গ্রামের মৃত গয়ালী ওঝার ছেলে।
নিহতের ছেলে সুমন ওঝা জানান, সকালে বাড়ির পাশের একটি কলাগাছ কাটতে যান তার বাবা। এ সময় অসাবধানতাবশত একটি ভিমরুলের চাক ভেঙে গেলে দলবেঁধে ভিমরুল তার বাবাকে কামড়ায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ভিমরুলের কামড়ে ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।