অন্তর হোসেন পিয়াস
ক্রাইম রিপোর্টার
ভয়েস অফ গোপালগঞ্জ
গোপালগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে লেকপাড় ও শিশু পার্ক এলাকায় কিশোরদের কয়েকটি দল প্রকাশ্যে উৎপাত চালাচ্ছে। তারা শুধু ঘুরতে আসা তরুণ-তরুণী নয়, বোরকা পরিহিত নারীদেরও হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে এসব এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা আড্ডা জমায় এবং আগতদের উত্ত্যক্ত করে। এতে পরিবার-পরিজন নিয়ে বের হওয়া অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আজ (২৬ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যকে আটক করেছে। তাদের নাম নীরব ও সৈকত বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, এসব কিশোর গ্যাং শুধু নারী ও মেয়েদের উত্ত্যক্ত করেই থেমে নেই; মাঝে মাঝে ঝগড়া-বিবাদ, চুরি, এমনকি মাদক সেবনেও জড়িয়ে পড়ছে। ফলে অভিভাবকরা সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
গোপালগঞ্জ সদর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।”
শহরের সাধারণ মানুষ দ্রুত এসব কিশোর গ্যাং দমনের দাবি জানিয়েছেন, যাতে পরিবার নিয়ে নিরাপদে ঘুরতে বের হওয়া যায় এবং মেয়েরা হয়রানির ভয়ে আতঙ্কগ্রস্ত না থাকে।